বুকের ভিতর
বুকের ভিতর ছিল এক ছোট্ট শহর...
যেই শহরে তুমি নেই—
সেই শহরে সূর্য ওঠে ঠিকই,
কিন্তু তার আলোয় আর উষ্ণতা থাকে না।
চাঁদ ওঠে, কিন্তু চাঁদের কোমল আলোতেও,
জাগে না আর কোনো মায়া।
যেই শহরে তুমি নেই—
সেই শহরে সূর্য ওঠে ঠিকই,
কিন্তু তার আলোয় আর উষ্ণতা থাকে না।
চাঁদ ওঠে, কিন্তু চাঁদের কোমল আলোতেও,
জাগে না আর কোনো মায়া।